মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৫৫৭
আন্তর্জাতিক নং: ১৮৮৩২
পবিত্রতা অর্জন
(৩১) পরিচ্ছেদঃ ঋতুবতী নেফাস সম্পন্ন মহিলা ও জানাবত সম্পন্ন ব্যক্তিরা এমনকি একমাস পর্যন্ত পানি না পেলেও তাদের উপর তায়াম্মুম করা ওয়াজিব
তারিক ইবন্ শিহাব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, দু'লোক জানাবত সম্পন্ন হয়। তখন এক লোক তায়াম্মুম করে নামায পড়লেন আর অপরজন নামায পড়লেন না। তারপর তারা উভয়ে রাসূল (ﷺ)-এর কাছে আসলেন (রাসূল তাদের কথা শুনে) তাদের কাউকে তিরস্কার করলেন না।
كتاب الطهارة
(31) باب في وجوب التيمم على النفساء والحائض والجنب
(إذا فقد الماء وإن مكثوا أشهرًا)
(14) عن طارق بن شهاب رضى الله عنه قال أجنب رجلان فتيمَّم أحدهما فصلَّى ولم يصلِّ الآخر، فأتيا رسول الله صلى الله عليه وسلم فلم يعب عليهما

হাদীসের তাখরীজ (সূত্র):

(تخرجه) (نس) ورجال الإمام أحمد من رجال للصحيحين

[নাসায়ী কর্তৃক বর্ণিত । আবদুর রহমান আল বান্না বলেন, আহমদ বর্ণিত হাদীসের রাবীগণ নির্ভরযোগ্য।]
tahqiqতাহকীক:তাহকীক চলমান