মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৫৫৪
আন্তর্জাতিক নং: ২৬১৪
পবিত্রতা অর্জন
(৩০) অধ্যায়ঃ তায়াম্মুমের জন্য ওয়াক্ত শুরু হওয়া শর্ত এবং যেসব জিনিস দ্বারা তায়াম্মুম করা যায়
ইবন্ আব্বাস (রা) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) (বাড়ী হতে) বের হতেন। তারপর পেশাব-ইসতিন্জা করতেন। তারপর তায়াম্মুম করতেন। তখন আমি বলতাম, পানি সম্ভবত আপনার থেকে বেশী দূরে নয় । তখন তিনি বলতেন, আমি জানি না, সম্ভবত আমি সে পর্যন্ত পৌঁছতে পারব না।
كتاب الطهارة
(30) باب اشتراط دخول الوقت للتيمم وما يتيمم به
(11) عن ابن عبّاس رضي الله عنهما أنّ رسول الله صلى الله عليه وسلم كان يخرج فيهريق الماء فيتمسَّح فأقول إنَّ الماء منك قريب فيقول، وما يدريني لعلِّي لا أبلغه
হাদীসের তাখরীজ (সূত্র):
(تخرجه) (طب) واسحاق بن راهويه فى مسنده وفى اسناده ابن بهيعة وهو ضعيف
[তাবারানী ও ইসহাক ইবন্ রাহাবী কর্তৃক বর্ণিত। এর সনদে ইবন্ লাহীয়া রয়েছে ।]
[তাবারানী ও ইসহাক ইবন্ রাহাবী কর্তৃক বর্ণিত। এর সনদে ইবন্ লাহীয়া রয়েছে ।]