মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৫৪৭
আন্তর্জাতিক নং: ১৮৩১৯
পবিত্রতা অর্জন
(২৯) পরিচ্ছেদঃ তায়াম্মুম বৈধ হবার কারণ ও তার নিয়ম পদ্ধতি প্রসঙ্গে
আম্মার ইবন্ ইয়াসির থেকে বর্ণিত, তিনি রাসূল (ﷺ)-কে তায়াম্মুম সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন। তখন রাসূল (ﷺ) বলেছিলেন, হাত দু'টি ও মুখমণ্ডল মাসহ করার জন্য একবার (মাটিতে) হাত মারতে হবে। অপর এক বর্ণনায় আছে।) নবী (ﷺ) তায়াম্মুম সম্বন্ধে বলতেন, একবার হাত মারতে হবে মুখমণ্ডল ও হাত দু'টির জন্য।
كتاب الطهارة
(29) باب في سبب مشروعية التيمم وصفته
(4) عن عمَّار بن ياسر رضي الله عنهما أنَّه سأل رسول الله صلى الله عليه وسلم عن التَّيمُّم، فقال ضربة للكفَّين والوجه (وفي لفظ) إنّ النَّبيُّ صلى الله عليه وسلم كان يقول في التَّيمُّم ضربة للوجه والكفَّين

হাদীসের তাখরীজ (সূত্র):

(تخريجه) (مذ) وصححه

[তিরমিযী কর্তৃক বর্ণিত। তিনি হাদীসটি সহীহ্ বলে মন্তব্য করেন।]
tahqiqতাহকীক:তাহকীক চলমান