মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৫৪৯
নামাযের অধ্যায়
(১৯) আমীন বলা এবং কিরাআতে তা সরবে ও নিরবে উচ্চারণ করা সংক্রান্ত পরিচ্ছেদ
(৫৪৫) ওয়াইল ইবন্ হুজর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলকে (ﷺ) ওয়ালাদ্দোয়াল্লীন পড়ে আমীন' বলতে শুনেছি এমনভাবে যে, তাতে তাঁর স্বর দীর্ঘ হয়ে যেত।
(ইমাম তিরমিযী, বায়হাকী, দারাকুতনী, ইবন্ হিব্বান ও আবু দাউদ (র) হাদীসখানা বর্ণনা করেছেন। দারাকুতনী ও হাফিয (র) হাদীসখানাকে সহীহ্ এবং ইমাম তিরমিযী হাদীসখানাকে হাসান বলেছেন।)
(ইমাম তিরমিযী, বায়হাকী, দারাকুতনী, ইবন্ হিব্বান ও আবু দাউদ (র) হাদীসখানা বর্ণনা করেছেন। দারাকুতনী ও হাফিয (র) হাদীসখানাকে সহীহ্ এবং ইমাম তিরমিযী হাদীসখানাকে হাসান বলেছেন।)
كتاب الصلاة
(19) باب ما جاء فى التأمين والجهر به فى القراءة واخفائه
(549) عن وائل بن حجرٍ رضى الله عنه قال سمعت النَّبيَّ صلى الله عليه وسلم قرأ ولا الضَّالِّين فقال آمين يمدُّ (1) بها صوته صلى الله عليه وسلم