মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৫৪২
আন্তর্জাতিক নং: ২৫৮০৩
পবিত্রতা অর্জন
(27) পরিচ্ছেদঃ ইস্তিহাযাগ্রস্ত মহিলাদের জন্য যা নিষিদ্ধ তার কিছুই নিষিদ্ধ নয়
আয়িশা (রা) থেকে আরও বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, যে মহিলা স্রাব থেকে পবিত্র হবার পর এমন কিছু দেখতে পায় যা তার মনে সন্দেহ সৃষ্টি করে সে প্রসঙ্গে রাসূল (ﷺ) বলেছেন, তাহলো একটা রগ অথবা বললেন, কয়েকটি রগ।
كتاب الطهارة
(27) باب في أن الاستحاضة لا تمنع شيئا من موانع الحيض
(46) وعنها أيضا أنّ النَّبيِّ صلى الله عليه وسلم قال في المرأة ترى ما يريبها بعد الطُّهر
قال إنّما هو عرق أو قال عروق

হাদীসের তাখরীজ (সূত্র):

(تخريجه) (د. جه)

[আবূ দাউদ ও ইবন্ মাজাহ কর্তৃক বর্ণিত ।]
tahqiqতাহকীক:তাহকীক চলমান