মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৫৩৫
আন্তর্জাতিক নং: ২৪৯৭২
পবিত্রতা অর্জন
(২৩) পরিচ্ছেদঃ মুস্তাহাযা ও (অসুস্থতাজনিত স্থায়ী স্রাবগ্রস্ত) মহিলারা তাদের পূর্বাভ্যাস এর উপর ভিত্তি করবে এবং প্রতি নামাযের জন্য ওযূ করবে
আয়িশা (রা) থেকে বর্ণিত, যে উম্মে হাবিবা বিনতে জাহশ ছিলেন আব্দুর রহমান ইবন্ আওফের স্ত্রী । তার এরূপ একটানা রক্তস্রাব আরম্ভ হলো যে, তিনি আর পাক পবিত্র হতে পারছিলেন না। তার ব্যাপারটি রাসূলুল্লাহর কাছে উল্লেখ করা হলো। তখন রাসূল (ﷺ) বললেন এটা ঋতুস্রাব নয়। এটা হলো জরায়ুর এক ক্ষত। যে কয়দিন ঋতুগ্রস্ত হতো সে কয়দিন অপেক্ষা করবে। সে কয়দিন নামায ছেড়ে দিবে। তারপর প্রতি নামাযের জন্য গোসল করে নামায পড়বে।
كتاب الطهارة
(23) باب في المستحاضة تبني على عادتها وفي وضوئها لكل صلاة
(39) عن عائشة رضي الله عنها أنَّ أمَّ حبيبة بنت جحش كانت تحت عبد الرّحمن بن عوف وإنَّها استحيضت فلا تطهر فذكرت شأنها لرسول الله صلى الله عليه وسلم فقال ليست بالحيضة ولكنها ركضة من الرحم فلتنظر قدر قرئها الَّتي كانت تحيَّض له فلتترك الصلاة ثمَّ لتنظر ما بعد ذلك فلتغتسل عند كلّ صلاةٍ ولتصلّ
হাদীসের তাখরীজ (সূত্র):
(تخريجه) الحديث أخرجه البيهقي والنسائي بلفظ حديث الباب وأخرجه مسلم بلفظ (فقال لها أمكثي قدر ما كانت تحبسك حيضتك ثم اغتسلي فكانت تغتسل عند كل صلاة) أه ورجال حديث الباب كلهم ثقات والله أعلم
[বাইহাকী ও নাসায়ী কর্তৃক বর্ণিত। এ হাদীসের বর্ণনাকারীগণ সকলেই নির্ভরযোগ্য। মুসলিম শরীফেও হাদীসটি আছে তবে তাতে আছে, তিনি স্বেচ্ছায় প্রতি নামাযের জন্য গোসল করতেন।]
[বাইহাকী ও নাসায়ী কর্তৃক বর্ণিত। এ হাদীসের বর্ণনাকারীগণ সকলেই নির্ভরযোগ্য। মুসলিম শরীফেও হাদীসটি আছে তবে তাতে আছে, তিনি স্বেচ্ছায় প্রতি নামাযের জন্য গোসল করতেন।]