মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫৩৮
নামাযের অধ্যায়
(১৭) মুক্তাদীর কিরাআত এবং ইমামের কণ্ঠ শুনে তার চুপ থাকা বিষয়ক পরিচ্ছেদ
(৫৩৪) আব্দুল্লাহ ইবন্ মাস'উদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবীগণ রাসূল (ﷺ)-এর পেছনে সালাতে কিরাআত পাঠ করতেন; তখন রাসূল (ﷺ) বললেন, তোমরা আমার কুরআন তিলাওয়াতকে জড়িয়ে ফেলেছো।
(হায়ছামী (র) আহমদ (র)-এর বর্ণনামতে হাদীসখানা বর্ণনা করেছেন। আহমদ (র) বর্ণিত ব্যক্তিদের সবাই বিশ্বস্ত ও নির্ভরযোগ্য।)
كتاب الصلاة
(17) باب ما جاء فى قراءة المأموم وانصاته اذا سمع امامه
(538) عن عبد الله (بن مسعود) رضى الله عنه قال كانوا يقرءون خلف النَّبيِّ صلى الله عليه وسلم فقال خلطتم (1) علىَّ القرآن
tahqiqতাহকীক:তাহকীক চলমান