মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৫৩৩
নামাযের অধ্যায়
(১৭) মুক্তাদীর কিরাআত এবং ইমামের কণ্ঠ শুনে তার চুপ থাকা বিষয়ক পরিচ্ছেদ
(৫২৯) আবূ মূসা আল-আশ'আরী (রা) থেকে বর্ণিত, তিনি রাসূল (ﷺ) থেকে উপরোক্ত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
(ইমাম মুসলিম (র) সহ অনেকে হাদীসাখানা বর্ণনা করেছেন।)
(ইমাম মুসলিম (র) সহ অনেকে হাদীসাখানা বর্ণনা করেছেন।)
كتاب الصلاة
(17) باب ما جاء فى قراءة المأموم وانصاته اذا سمع امامه
(533) وعن أبى موسى الأشعرىِّ رضى الله عنه عن النَّبىِّ صلى الله عليه وسلم نحوه