মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৫২৮
আন্তর্জাতিক নং: ২৪১৭৩
পবিত্রতা অর্জন
(২১) পরিচ্ছেদঃ ঋতুবতী মহিলার শরীর ও কাপড়-চোপড় পবিত্র।এতদুভয়ের রক্তের স্থান ব্যতীত
আয়িশা (রা) থেকে আরও বর্ণিত আছে যে, তিনি বলেন, আমি ঋতুবতী অবস্থায় রাসূল (ﷺ)-এর সাথে একই কাপড়ের নীচে ঘুমাতাম। তিনি বলেন, এমতাবস্থায় আমার কোন রক্ত যদি তাঁর কাপড়ে লাগত তিনি তখন কেবল রক্তের স্থানটুকু ধুয়ে নিতেন। তার বাইরে ধুইতেন না এবং সে কাপড়ে নামায পড়তেন।
كتاب الطهارة
(21) باب في طهارة بدن الحائض وثوبها حاشا موضع الدم منهما
(32) وعنها أيضًا قالت كنت أبيت أنا ورسول الله صلى الله عليه وسلم في الشِّعار الواحد وأنا طامث حائض قالت فإن أصابه مني شيء غسله لم يعد مكانه وصلى فيه.

হাদীসের তাখরীজ (সূত্র):

"تخريجه" [نس. هق وسنده جيد

[নাসায়ী ও বাইহাকী কর্তৃক বর্ণিত। এর সনদ নির্ভরযোগ্য।]
tahqiqতাহকীক:তাহকীক চলমান