মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৫২৭
নামাযের অধ্যায়
১৬. সূরাতুল ফাতিহা তিলাওয়াতের আবশ্যকতা বিষয়ক পরিচ্ছেদ
(৫২৩) 'উবাদা ইবন্ আস-সামিত (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) আমাদেরকে সঙ্গে নিয়ে সালাতুল ফজর আদায় করছিলেন। তখন 'কিরাআত' তাঁর নিকট কষ্টদায়ক মনে হল। অতঃপর তিনি সালাম ফিরিয়ে বললেন, আমি তোমাদেরকে লক্ষ্য করলাম, তোমরা তোমাদের ইমামের পেছনে তিলাওয়াত করছো। আমরা বললাম, হ্যাঁ, আল্লাহর কসম। ইয়া রাসূলাল্লাহ (ﷺ), আমরা এটা করে থাকি। রাসূল (ﷺ) বললেন, তোমরা 'উন্মুল কুরআন' ব্যতীত অন্য কিরাআতের ক্ষেত্রে এরূপ করবে না। কারণ, 'উম্মুল কুরআন' যে তিলাওয়াত না করে তার সালাত আদায় হয় না।
(আবু দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন্ হিব্বান ও দারাকুতনী তাঁদের সুনানে হাদীসখানা বর্ণনা করেছেন।)
(আবু দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন্ হিব্বান ও দারাকুতনী তাঁদের সুনানে হাদীসখানা বর্ণনা করেছেন।)
كتاب الصلاة
(16) باب وجوب قراءة الفاتحة
(527) عن عبادة بن الصَّامت رضى الله عنه قال صلَّى بنا رسول الله صلى الله عليه وسلم صلاة الغداة فثقلت عليه القراءة فلمَّا انصرف قال إنِّى لأراكم تقرءون وراء إمامكم، قلنا نعم والله يا رسول الله إنَّا لنفعل هذا، قال فلا تفعلوا إلاَّ بأمِّ القرآن (4) فإنَّه لا صلاة لمن لم يقرأ بها