মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৫২১
আন্তর্জাতিক নং: ২৪৩৯৭
পবিত্রতা অর্জন
(২০) পরিচ্ছেদঃ ঋতুবতী মহিলার কোলে কুরআন তিলাওয়াত করা বৈধ এবং তাদের মসজিদে প্রবেশ করার বিধান প্রসঙ্গে
আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল (ﷺ) তাঁর মাথা আমার কোলে রাখতেন। (অপর এক বর্ণনায় আছে, আমাকে হেলান দিয়ে বসতেন।) আমার স্রাবাবস্থায় তারপর কুরআন তিলাওয়াত করতেন ।
كتاب الطهارة
(20) باب جواز قراءة القرآن في حجر الحائض وحكم دخولها المسجد
عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يضع رأسه في حجري (وفي رواية يتّكئ علىَّ) وأنا حائض فيقرأ القرآن.

হাদীসের তাখরীজ (সূত্র):

"تخريجه" (ق. د. نس).

[বুখারী, মুসলিম, আবূ দাউদ ও নাসায়ী কর্তৃক বর্ণিত ।]
tahqiqতাহকীক:তাহকীক চলমান