মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৫১৩
আন্তর্জাতিক নং: ২৪৬০৬
পবিত্রতা অর্জন
(১৯) পরিচ্ছেদঃ ঋতুবতী স্ত্রীর সাথে নিম্নাঙ্গের পরিধেয় বস্ত্রের উপর মেলামেশা করা। তাদের সাথে শোয়া ও খাওয়া-দাওয়া করা বৈধ
ইবনু কুরাইযা আস্সাদাকী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়িশা (রা)-কে বললাম, রাসূল (ﷺ) কি সাবাবস্থায় আপনার সাথে শুইতেন? তিনি বলেন, হ্যাঁ। যখন আমি শক্তভাবে আমার নীচের পরিধেয় বস্ত্র পরতাম। প্রথম দিকে আমাদের কেবল একটা বিছানাই ছিল। যখন আল্লাহ তা'আলা আমাকে আর একটা বিছানার ব্যবস্থা করে দিলেন, তখন আমি রাসূল (ﷺ)-কে ছেড়ে আলাদা থাকতে লাগলাম।
كتاب الطهارة
(19) باب جواز مباشرة الحائض فيما فوق الازار ومضاجعتها ومؤاكلتها
عن ابن قريظة الصَّدفيِّ قال قلت لعائشة رضى الله عنها أكان رسول الله صلى الله عليه وسلم يضاجعك وأنت حائض؟ قالت نعم، إذا شددت علىَّ إزاري ولم يكن لنا إذ ذاك إلاَّ فراش واحد، فلمَّا رزقنى الله عزَّ وجلَّ فراشًا آخر اعتزلت رسول الله صلى الله عليه وسلم

হাদীসের তাখরীজ (সূত্র):

(تخريجه) لم أقف عليه وفيه ابن لهيعة وهو ضعيف.

[আবদুর রহমান আল বান্না বলেন, হাদীসটি আমি অন্য কোথাও পাই নি। এর সনদে ইবন্ লাহীয়া রয়েছেন।]
tahqiqতাহকীক:তাহকীক চলমান