মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৫১০
আন্তর্জাতিক নং: ২৪২৩৮
পবিত্রতা অর্জন
(১৯) পরিচ্ছেদঃ ঋতুবতী স্ত্রীর সাথে নিম্নাঙ্গের পরিধেয় বস্ত্রের উপর মেলামেশা করা। তাদের সাথে শোয়া ও খাওয়া-দাওয়া করা বৈধ
আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) মসজিদে ইতিকাফরত থাকতেন, তখন আমার দিকে তাঁর মাথা এলিয়ে দিতেন আর আমি সাবাবস্থায় তাঁর চুল আঁছড়ে দিতাম ।
كتاب الطهارة
(19) باب جواز مباشرة الحائض فيما فوق الازار ومضاجعتها ومؤاكلتها
عن عائشة رضى الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يجاور في المسجد فيصغي إلىَّ رأسه فأرجَّله وأنا حائض

হাদীসের তাখরীজ (সূত্র):

(تخريجه) (ق. والأربعة. وغيرهم)

[বুখারী মুসলিম ও চার সুনান গ্রন্থে বর্ণিত ।]
tahqiqতাহকীক:তাহকীক চলমান