মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৪৯৭
আন্তর্জাতিক নং: ১২৩৫৪
পবিত্রতা অর্জন
(১৬) পরিচ্ছেদঃ হায়য (ঋতুস্রাব) অবস্থায় যা করা নিষিদ্ধ। ঋতুবর্তী মহিলাকে যেসব ইবাদত কাযা করতে হবে সে প্রসঙ্গে
আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, মহিলারা ঋতুবতী হলে ইয়াহুদীরা তাদের সাথে এক বাড়িতে খাওয়া দাওয়া ও বসবাস করতো না। নবী (ﷺ)-এর সাহাবীরা এ প্রসঙ্গে নবী (ﷺ)-কে জিজ্ঞাসা করলেন। তখন আল্লাহ তা'আলা পবিত্র কুরআনের আয়াত (লোকেরা তোমাকে ঋতুবতী মহিলাদের সম্বন্ধে জিজ্ঞেসা করছে। তুমি বলে দাও তা অশুচি । অতএব স্রাবাবস্থায় তোমরা নারীদের থেকে (সঙ্গম থেকে) বিরত থাক। (তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হয়ো না।) শেষ পর্যন্ত আয়াতটি অবতীর্ণ করলেন । তখন রাসূল (ﷺ) বললেন, তোমরা সহবাস ছাড়া সব কিছু করতে পার।
كتاب الطهارة
(16) باب موانع الحيض وما تقضى الحائض من العبادات
عن أنس بن مالك رضى الله عنه أنَّ اليهود كانوا إذا حاضت المرأة منهم لم يؤاكلوهنَّ ولم يجامعوهنَّ فى البيوت، فسأل أصحاب النَّبيِّ صلى الله عليه وسلم فأنزل الله عزَّ وجلَّ {ويسألونك عن المحيض قل هو أذى، فاعتزلوا النِّساء فى المحيض ولا تقربوهنَّ حتَّى يطهرن} حتَّى فرغ من الآية فقال رسول الله
صلى الله عليه وسلم اصنعوا كلَّ شيء إلاَّ النَّكاح
صلى الله عليه وسلم اصنعوا كلَّ شيء إلاَّ النَّكاح
হাদীসের তাখরীজ (সূত্র):
(تخريجه) (م. والأربعة) وهذا طرف من حديث سيأتي بتمامه في قسم التفسير في سورة البقرة إن شاء الله تعالى
[মুসলিম ও চার সুনান গ্রন্থে বর্ণিত....... ।]
[মুসলিম ও চার সুনান গ্রন্থে বর্ণিত....... ।]