মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৪৯৫
আন্তর্জাতিক নং: ৮২৭৫
পবিত্রতা অর্জন
(১৫) পরিচ্ছেদঃ স্নানাগারে প্রবেশের বিধান প্রসঙ্গে
(৪৯৫) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনিও নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
كتاب الطهارة
(15) باب فى حكم دخول الحمام
(495) عن أبى هريرة رضى الله عنه عن النَّبيِّ صلَّى الله عليه وآله وسلم نحوه
হাদীসের তাখরীজ (সূত্র):
(تخريجه) قال الهيثمي رواه أحمد وفيه أبو خيرة قال الذهبي لا يعرف
[হাইসুমী বলেন, হাদীসটি আহমদ কর্তৃক বর্ণিত । আব্দুর রহমান আল বান্না ও ইবন্ হাজরের মতে হাদীসটি সহীহ্ ।]
[হাইসুমী বলেন, হাদীসটি আহমদ কর্তৃক বর্ণিত । আব্দুর রহমান আল বান্না ও ইবন্ হাজরের মতে হাদীসটি সহীহ্ ।]