মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৪৯৩
আন্তর্জাতিক নং: ২৬৫৬৯
পবিত্রতা অর্জন
(১৫) পরিচ্ছেদঃ স্নানাগারে প্রবেশের বিধান প্রসঙ্গে
(৪৯৩) উম্মে সালামা (রা)-এর আযাদকৃত গোলাম ছায়িব থেকে বর্ণিত, হিমস এলাকার কতক মহিলা উম্মে সালামা (রা)-এর বাড়িতে প্রবেশ করলেন। তখন তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কোন্ দেশের? তারা বললেন। হিম্‌সবাসী । তখন তিনি বলেন, আমি রাসূল (ﷺ)-কে বলতে শুনেছি, যে মহিলা তার নিজ বাড়ি ছাড়া অন্যত্র তার পরিধেয় বস্ত্র খোলে আল্লাহ তা'আলা তার (ইযযত আবরুর) পর্দা ছিঁড়ে ফেলেন।
كتاب الطهارة
(15) باب فى حكم دخول الحمام
(493) عن السَّائب مولى أمِّ سلمة رضى الله عنها أنَّ نسوةً دخلن على
أمِّ سلمة من أهل حمص فسألتهنَّ ممِّن أنتنَّ؟ قلن من أهل حمص، فقالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أيُّما امرأة نزعت ثيابها فى غير بيتها خرق الله عنها سترًا

হাদীসের তাখরীজ (সূত্র):

(تخريجه) قال الهيثمي رواه أحمد والطبراني في الكبير وأبو يعلي وفيه ابن لهيعة وهو ضعيف (قلت) يقويه ما قبله والله أعلم

[হাইসুমী বলেন, হাদীসটি আহমদ, তাবারানী ও আবূ ইয়ালা বর্ণনা করেছেন। এর সনদে ইবন্ লাহীয়া রয়েছেন। তবে পূর্বোক্ত হাদীস একে সমর্থন করে ।]
tahqiqতাহকীক:তাহকীক চলমান