মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৪৯৬
 নামাযের অধ্যায়
(১০) নামাযের সূচনা তাকবীর ও অন্যান্য ক্ষেত্রে উভয় হাত উঠানো বিষয়ক পরিচ্ছেদ
(৪৯৬) আব্দুল্লাহ ইবন্ উমর (রা) থেকে আরো বর্ণিত, তিনি বলেন, তোমাদের উভয় হাত (কাঁধ পর্যন্ত) উঁচু করা বিদ'আত। রাসূল (ﷺ) কখনও বক্ষের (বরাবর-এর) বেশি উঁচু করতেন না।
(অর্থাৎ রাসূল (ﷺ) তাকবীরে তাহরীমা ব্যতীত অন্য সকল তাকবীরে বক্ষ বরাবর-এর বেশি উঁচু করতেন না। তাই বক্ষ বরাবর এবং বেশি উঁচু করা বিদ'আত। আব্দুল্লাহ ইবন্ আব্বাস (রা)-এর মতে, 'রাফ্উল ইয়াদাইন' জায়েয তা বক্ষ পরিমাণ-এর বেশি হলেও। যার দলীল তাঁর বর্ণিত পূর্ববর্তী হাদীসখানি।)
(আহমদ ইবন্ আব্দুর রহমান আল-বান্না বলেন এ হাদীস আর কোথাও পাইনি। হাদীসখানার সনদ মোটামুটি মান সম্মত।)
(অর্থাৎ রাসূল (ﷺ) তাকবীরে তাহরীমা ব্যতীত অন্য সকল তাকবীরে বক্ষ বরাবর-এর বেশি উঁচু করতেন না। তাই বক্ষ বরাবর এবং বেশি উঁচু করা বিদ'আত। আব্দুল্লাহ ইবন্ আব্বাস (রা)-এর মতে, 'রাফ্উল ইয়াদাইন' জায়েয তা বক্ষ পরিমাণ-এর বেশি হলেও। যার দলীল তাঁর বর্ণিত পূর্ববর্তী হাদীসখানি।)
(আহমদ ইবন্ আব্দুর রহমান আল-বান্না বলেন এ হাদীস আর কোথাও পাইনি। হাদীসখানার সনদ মোটামুটি মান সম্মত।)
كتاب الصلاة
(10) باب رفع اليدين عند تكبيرة الاحرام وغيرها
(496) وعنهُ أيضًا قال إنَّ رفعكم أيديكُم بدعه، (1) مازاد رسُول الله صلى الله عليه سلم على هذا يعنى إلى الصَّدر