মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৪৮৩
আন্তর্জাতিক নং: ২৬৫৫২
পবিত্রতা অর্জন
(১৩) পরিচ্ছেদঃ ঘুমানো, খাওয়া-দাওয়া করা ও পুনরায় যৌন মিলন করার ইচ্ছা হলে জানাবত সম্পন্ন লোক কি করবে? এ বিষয়ে কয়েকটি অনুচ্ছেদ রয়েছে।তৃতীয় অনুচ্ছেদঃ শেষরাত পর্যন্ত গোসল বিলম্ব করা প্রসঙ্গে
(৪৮৩) উম্মে সালামা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) জানাবত হয়ে ঘুমাতেন। তারপর জাগ্রত হতেন, অতঃপর আবার ঘুমাতেন।
كتاب الطهارة
(13) باب ما يفعله الجنب اذا أراد النوم أو الأكل أو اعادة الجماع وفيه فصول
(الفصل الثالث فى تأخير الغسل الى آخر الليل)
(483) عن أمِّ سلمة رضى الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يجنب ثمَّ
ينام ثمَّ ينتبه ثمَّ ينام

হাদীসের তাখরীজ (সূত্র):

تخريجه) لم اقف عليه وقال الهيثمي رواه أحمد ورجاله رجال الصحيح

[আব্দুর রহমান আল বান্না বলেন, এ হাদীসটি আমি অন্য কোথাও পাই নি। হাইসুমী বলেছেন, হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। এর রাবীগণ নির্ভরযোগ্য ।]
tahqiqতাহকীক:তাহকীক চলমান