মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৪৭৯
নামাযের অধ্যায়
নামায পড়ার নিয়ম
(৭) পরিচ্ছেদঃ নামায পড়ার সঠিক নিয়ম
(৭) পরিচ্ছেদঃ নামায পড়ার সঠিক নিয়ম
(৪৭৯) ওয়ায়িল ইবন্ হুজর (রা) থেকে বর্ণিত, তিনি রাসূল (ﷺ)-কে নামাযে প্রবেশ করার সময় হাত উঠাতে দেখেছেন। হাম্মামের বিবরণ মতে, তাঁর কান পর্যন্ত উঠাতে দেখেছেন। অতঃপর তাঁর কাপড় জড়িয়ে নিলেন। তারপর ডান হাত বাঁ হাতের ওপর রাখলেন, যখন রুকু করতে চাইলেন, কাপড়ের ভেতর থেকে হাত বের করলেন, তারপর হাত দু'টি উপরে উঠালেন। তারপর তাকবীর বলে রুকু করলেন, যখন সামি আল্লাহ্ লিমান হামিদাহ বললেন, তখন তাঁর হাত দু'টি উঠালেন, যখন সিজদা করলেন তখন তাঁর হাতের কবজির মধ্যখানে সিজদা করলেন।
(সুনানে বায়হাকী। এর কাছাকাছি ভাষায় হাদীসটি মুসলিম, আবু দাউদ, তিরমিযী ও ইবন্ খুযাইমাও বর্ণনা করেছেন।)
(সুনানে বায়হাকী। এর কাছাকাছি ভাষায় হাদীসটি মুসলিম, আবু দাউদ, তিরমিযী ও ইবন্ খুযাইমাও বর্ণনা করেছেন।)
كتاب الصلاة
أبواب صفه الصلاة
(7) باب جامع صفة الصلاة
(7) باب جامع صفة الصلاة
(479) حدثنا عبد الله حدَّثنى عبد الجبار بن وائل عن علقمة بن وائل ومولى لهم أنهُما حدَّثاهُ عن أبيه وائل بن حُجر أنَّنه رأى النَّبى صلى الله عليه وسلم رفع يديه حين دخل فى الصلاة وصف همام (3) حيال أذنيه، ثم التحفف بثوبه، ثُم وضع يده اليمنى على اليُسرى (3) فلمَّا قال سمع الله لمن حمده رفع يديه، فلمَّا سجد سجد بين كفيه (4)