মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৪৭৪
নামাযের অধ্যায়
(৬) পরিচ্ছেদঃ যে ব্যক্তি সুতরা ব্যতীত নামায পড়ল
(৪৭৪) ইবন্ আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) এক উন্মুক্তস্থানে নামায পড়েছেন তখন তাঁর সামনে (সুতরা হিসাবে) কোন জিনিস ছিল না।
(হায়ছামী ও আবু ইয়া'লা বর্ণনা করেছেন, কোন কোন মুহাদ্দিসের বক্তব্য থেকে হাদীসটি সহীহ্ বলে প্রতীয়মান হয়।)
(হায়ছামী ও আবু ইয়া'লা বর্ণনা করেছেন, কোন কোন মুহাদ্দিসের বক্তব্য থেকে হাদীসটি সহীহ্ বলে প্রতীয়মান হয়।)
كتاب الصلاة
(6) باب من صلى الى غير سترة
(474) عن ابن عباس رضي الله عنهما أن رسثول الله صلى الله عليه وسلم صلى في فضاء ليس بين يديه شئ