মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৪৭২
নামাযের অধ্যায়
(৫) পরিচ্ছেদ: ইমামের সুতরা ইমামের পেছনের মুক্তাদিদেরও সুতরা এবং কোন কিছু অতিক্রম করার কারণে নামায নষ্ট হয় না
(৪৭২) তাঁর (ইবন আব্বাস (রা)) থেকে আরও বর্ণিত। তিনি বলেন, আমি এবং বনি হাশিমের এক বালক গাধার পিঠে চড়ে নামায পড়া অবস্থায় রাসূলের সামনে দিয়ে অতিক্রম করলাম, কিন্তু তিনি আমাদেরকে নিষেধ করেন নি ও নামায ত্যাগ করেন নি। সে সময় বনি আব্দুল মুত্তালিবের বংশের দু'টি ছোট মেয়ে এল এবং নবীজির দুই হাঁটু জড়িয়ে ধরলো তখন তিনি তাদেরকে পৃথক করে দিলেন কিন্তু নামায ত্যাগ করেন নি।
(আবু দাউদ, নাসাঈ, সহীহ ইবনু খুযাইমা ও বাযযার।)
(আবু দাউদ, নাসাঈ, সহীহ ইবনু খুযাইমা ও বাযযার।)
كتاب الصلاة
(5) باب سرة الامام سترة لمن صلى خلفه وأنه لا يقطع الصلاة مرور شئ
(472) وعنهُ أيضًا أنه كان على حمار هُو وغُلام من بنى هاشمٍ (1) فمر بين يدى النَّبىِّ صلى الله عليه وسلم وهُو يُصلِّى فلم ينصرف، وجاءت جاريتان (2) من بنى عبد المطُلب فأخذتا برُكبى النَّبى صلى الله عليه وسلم ففرع بينهما (3) أو فرق بينهما ولم ينصرف