মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৪৬৬
আন্তর্জাতিক নং: ২৫০৬২
পবিত্রতা অর্জন
(৯) পরিচ্ছেদঃ গোসলের সময় চুল খোলা ও মাথা ধোয়ার বিবরণ
(৪৬৬) আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা মহানবীর স্ত্রীরা তার সাথে বাইরে যেতাম, তখন তাঁরা সুগন্ধ দ্রব্য মিশিয়ে খোপা বাঁধতেন। সে খোপা নিয়ে গোসল করতেন এবং ঘামযুক্ত হতো। এ রকম কর্ম থেকে তাঁদেরকে সাধারণ ও ইহরাম অবস্থায় কোনো অবস্থাতে তিনি নিষেধ করতেন না।
كتاب الطهارة
(9) باب فى صفة غسل الرأس ونقض الشعر عند الغسل
(466) عن عائشة رضى الله عنها قالت كنَّا أزواج النَّبيِّ صلى الله عليه وسلم يخرجن معه عليهنَّ الضِّماد يغتسلن فيه ويعرقن لا ينهاهنَّ عنه محلاَّت والا محرمات

হাদীসের তাখরীজ (সূত্র):

(تخريجه) (د) وسكت عنه وحسنه المنذري

[আবূ দাউদ হাদীসটি বর্ণনা করে কোন মন্তব্য করেন নি। মুনযিরী হাদীসটি হাসান বলে মন্তব্য করেন।]
tahqiqতাহকীক:তাহকীক চলমান