মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৬২
নামাযের অধ্যায়
(২) পরিচ্ছেদ: মানুষ ও অন্যান্য যে কোন জিনিসকে নামাযীর সামনে দিয়ে অতিক্রমকালে বাধা দেয়া
(৪৬২) আমর ইবন্ শুয়াইব (রা) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) তাঁদেরকে নিয়ে একটা দেয়ালকে কেবলা বানিয়ে (সামনে রেখে) নামায পড়তেছিলেন, এমন সময় একটি মেষশাবক রাসূল (ﷺ)-এর সামনে দিয়ে অতিক্রম করছিল, তখন তিনি তাকে বাধা দিচ্ছিলেন; আর দেওয়ালের সাথে তাঁর পেট লেগে গেছে। ফলে মেষশাবকটি তীর পেছন দিয়ে চলে গেল।
(আবু দাউদ, হাদীসটির সনদ উত্তম।
كتاب الصلاة
(2) باب دفع المار بين يدى المصلى من آدمى وغيره
(462) صلَّى بهم إلى جدر اتخذهُ قبلة فأقبلت بهمة (1) تمر بين يدى النبي صلى الله عليه وسلم قما زال يُدارئُها (1) ويدنُو من الجدر حتى نظرتُ رسُول الله صلى الله عليه وسلم قد لصق بالجدار ومرت من خلفه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৪৬২ | মুসলিম বাংলা