মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৫৭
নামাযের অধ্যায়
(২) পরিচ্ছেদ: মানুষ ও অন্যান্য যে কোন জিনিসকে নামাযীর সামনে দিয়ে অতিক্রমকালে বাধা দেয়া
(৪৫৭) আবদুল্লাহ ইবন্ যায়েদ ও আবু বিশর আনসারী (রা) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) একদিন তাদের নিয়ে নামায পড়তে ছিলেন 'বাতহার' এক মহিলা নামাযের সামনে দিয়ে যাচ্ছিল, রাসূল (ﷺ) তাকে অপেক্ষা করার জন্য ইশারা করলেন ফলে সে ফিরে গেল, অতঃপর নামায শেষান্তে অতিক্রম করল।
(তবারানী মু'জামুল কাবীর। এ হাদীসের সনদে ইবন্ লাহিয়া তিনি বিতর্কিত।)
كتاب الصلاة
(2) باب دفع المار بين يدى المصلى من آدمى وغيره
(457) عن عبد الله بن زيد وأبى بشير الأنصارى رضى اله عنهُما أنَّ رسُولُ الله صلى الله عليه وسلم صلَّى بهم ذات يوم فمرَّت أمرأة بالبطحاء فأشار إليها رسُولُ الله صلى الله عليه وسلم أن تأخرى، فرجعت حتَّى صلَّى ثمَّ مرت
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৪৫৭ | মুসলিম বাংলা