মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৪৫২
নামাযের অধ্যায়
নামাযীর সামনে সুতরাহ রাখা এবং সুতরার সামনে দিয়ে অতিক্রমের হুকুম সংক্রান্ত অধ্যায়সমূহ
(১) পরিচ্ছেদঃ নামাযীর জন্য সুতরাহ ব্যবহার করা ও তার নিকটবর্তী হওয়া মুস্তাহাব এবং তা কি জিনিস দ্বারা হবে কোথায় হবে সে প্রসঙ্গে
(১) পরিচ্ছেদঃ নামাযীর জন্য সুতরাহ ব্যবহার করা ও তার নিকটবর্তী হওয়া মুস্তাহাব এবং তা কি জিনিস দ্বারা হবে কোথায় হবে সে প্রসঙ্গে
(৪৫২) দুবা'আতা বিনতে মিকদাদ ইবন্ আসওয়াদ থেকে তিনি তাঁর পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূল (ﷺ)-কে দেখেছি যে, তিনি যখন কোন গাছ, কাঠ ও স্তম্ভের দিকে নামায পড়তেন তখন তাঁকে তাঁর কপালের ডান দিকে বা বাম দিকে নিতেন, কিন্তু সেটা তাঁর লক্ষ্য হতো না।
(আবু দাউদ। এ হাদীসের সনদে একজন বিতর্কিত রাবী আছেন।)
(আবু দাউদ। এ হাদীসের সনদে একজন বিতর্কিত রাবী আছেন।)
كتاب الصلاة
أبواب السترة أمام المصلى وحكم المرور دونها
(1) باب استحباب السترة للمصلى والدنو منها ومن أى شئ تكون وأين تكون من المصلى
(1) باب استحباب السترة للمصلى والدنو منها ومن أى شئ تكون وأين تكون من المصلى
(452) عن ضُباعة بنت المقداد بن الأسود عن أبيها أنَّه قال ما رأيتُ رسُول الله صلى الله عليه وسلم صلى إلى عُمود ولا عُود ولا شجرة إلاَّ جعلهُ على حاجبه الأيمن أو الأيسر (1) ولا يصعدُ (2) لهُ صمدًا