মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৪৪৯
নামাযের অধ্যায়
নামাযীর সামনে সুতরাহ রাখা এবং সুতরার সামনে দিয়ে অতিক্রমের হুকুম সংক্রান্ত অধ্যায়সমূহ
(১) পরিচ্ছেদঃ নামাযীর জন্য সুতরাহ ব্যবহার করা ও তার নিকটবর্তী হওয়া মুস্তাহাব এবং তা কি জিনিস দ্বারা হবে কোথায় হবে সে প্রসঙ্গে
(১) পরিচ্ছেদঃ নামাযীর জন্য সুতরাহ ব্যবহার করা ও তার নিকটবর্তী হওয়া মুস্তাহাব এবং তা কি জিনিস দ্বারা হবে কোথায় হবে সে প্রসঙ্গে
(৪৪৯) ইবন্ আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, বিদায় হজ্জের দিন আরাফাতে নবী করীম (ﷺ)-এর সামনে বর্শা পুঁতে রাখা হয়েছিল, তিনি তার দিকে মুখ করে নামায পড়েছিলেন, তখন বর্শার পেছন দিক দিয়ে গর্দভ চলাচল করতে ছিল।
(মুসনাদে আহমদ, বুখারী ও মুসলিমে ভিন্ন শব্দে এরূপ হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। তবে এ হাদীসের সনদ উত্তম।)
(মুসনাদে আহমদ, বুখারী ও মুসলিমে ভিন্ন শব্দে এরূপ হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। তবে এ হাদীসের সনদ উত্তম।)
كتاب الصلاة
أبواب السترة أمام المصلى وحكم المرور دونها
(1) باب استحباب السترة للمصلى والدنو منها ومن أى شئ تكون وأين تكون من المصلى
(1) باب استحباب السترة للمصلى والدنو منها ومن أى شئ تكون وأين تكون من المصلى
(449) عن ابن عبَّاس رضضى الله عنهُما قال رُكزت المنزةُ (1) بين يدى النبىّ صلى الله عليه وسلم بعرفات (2) فصلَّى إليها واُلحمار يمُر من وراء العنزة