মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৪৪৫
আন্তর্জাতিক নং: ২৬২৮
পবিত্রতা অর্জন
(৭) পরিচ্ছেদঃ ওযু-গোসলের পানির পরিমাণ প্রসঙ্গে
(৪৪৫) ইবন্ আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, এক লোক বললো, ওযূর জন্য আমি কতটুকু পানি ব্যবহার করতে পারি? তিনি বলেন, এক মুদ লোকটি বললো গোসলের জন্য কতটুকু? তিনি এক 'সা' পরিমাণ বলেন, তখন লোকটি বললো এতটুকু (পানি) আমার জন্য যথেষ্ট নয়। তিনি একথা শুনে) বললেন, তোমার মা ধ্বংস হোক। যিনি তোমার চেয়ে অনেক উত্তম তাঁর জন্য অর্থাৎ রাসূল (ﷺ)-এর জন্য তা যথেষ্ট ছিল।
كتاب الطهارة
(7) باب فى مقدار ماء الغسل والوضوء
(445) عن ابن عبَّاس رضى الله عنهما قال قال رجل كم يكفينى من الوضوء؟ قال مدُّ، قال كم يكفينى للغسل؟ قال صاع، قال فقال الرَّجل لا يكفينى، قال لا أمَّ لك قد كفى من هو خير منك رسول الله صلى الله عليه وسلم

হাদীসের তাখরীজ (সূত্র):

(تخريجه) أخرجه أبو داود والترمذي بلفظ حديث الباب والشيخان (بلفظ كان النبي صلى الله عليه وسلم إلى خمسه أمداد ويتوضأ بالمد)

[ওযূ অধ্যায়সমূহের অন্যান্য হাদীস চতুর্থ অধ্যায়ে বিস্তারিত দেখুন।....... ]
tahqiqতাহকীক:তাহকীক চলমান