মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৪৫
নামাযের অধ্যায়
নামাযীর সামনে সুতরাহ রাখা এবং সুতরার সামনে দিয়ে অতিক্রমের হুকুম সংক্রান্ত অধ্যায়সমূহ

(১) পরিচ্ছেদঃ নামাযীর জন্য সুতরাহ ব্যবহার করা ও তার নিকটবর্তী হওয়া মুস্তাহাব এবং তা কি জিনিস দ্বারা হবে কোথায় হবে সে প্রসঙ্গে
(৪৪৫) সাবরা ইবন মা'বাদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যখন নামায পড়বে সে যেন নামাযের জন্য সুতরাহ পুঁতে দেয়। যদিও সেটা একটি তীর হয়।
(তবারানী মু'জামুল কাবীর, মুসনাদে আবু ইয়ালা, হায়ছামী বলেন, আহমদের রাবীগণ নির্ভরযোগ্য। হাকিম হাদীসটি বর্ণনা করে বলেন তা সহীহ মুসলিমের শর্তে বর্ণিত।)
كتاب الصلاة
أبواب السترة أمام المصلى وحكم المرور دونها

(1) باب استحباب السترة للمصلى والدنو منها ومن أى شئ تكون وأين تكون من المصلى
(445) عن سبرة بن معبد رضى الله عنهُ قال قال رسُول الله صلى الله عليه وسلم إذا صلَّى أحدكُم فليستتر لصلاته ولو بسم (4)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৪৪৫ | মুসলিম বাংলা