মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৪৪৩
নামাযের অধ্যায়
(৫ম) পরিচ্ছেদঃ ওযরবশত বাহনের উপর ফরয নামায আদায়ের অনুমতি প্রসঙ্গে
(৪৪৩) ইয়ালা ইবন্ মুররা (রা) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) ও তাঁর সাথীগণ একা সংকটাপন্ন স্থানে পৌঁছলেন। তখন তিনি বাহনের উপর ছিলেন, উপর থেকে বৃষ্টি হচ্ছিল আর নীচে যমীন ছিল কর্দমাক্ত। এমন সময় নামাযের সময় হলো, তখন তিনি মুয়াযযিনকে আযানের নির্দেশ দেন। সে আযান ও ইকামত দেয়। রাসূল (ﷺ) বাহনের উপরে চড়ে আগে চলে যান এবং তাঁদের নিয়ে ইশারা ইংগিতে নামায আদায় করেন। তিনি রুকু থেকে সিজদায় একটু বেশী ঝুঁকেন অথবা সিজদা থেকে রুকু একটু খাটো করেন।
(নাসাঈ, সুনানে দারাকুতনী, তিরমিযী। তিনি বলেন, হাদীসটি (এ সূত্রে) গরীব।)
(নাসাঈ, সুনানে দারাকুতনী, তিরমিযী। তিনি বলেন, হাদীসটি (এ সূত্রে) গরীব।)
كتاب الصلاة
(5) باب الرخصة فى صلة الفرض على الراحلة لعذر
(443) عن يعلى بن مرَّة رضى الله عنهُ أنَّ رسول الله صلى الله عليه وسلم أنتهي إلى مضيق هُو وأصحابُهُ وهُو على راحلته والسّماء (1) من فوقهم والبلةُ (2) من أسفل منهم، حضرت الصَّلاةُ، فأمر المُؤذَّن فأذَّن وأقام، ثُمّ تقدَّم رسول الله صلى الله عليه وسلم على راحلته فصلَّى بهم يُومى، إيماء تجعلُ السجُود أخفض من الركُوع أو يجعلُ سُجُودهُ أخفض من رُكُوعه