মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৪৩৯
আন্তর্জাতিক নং: ২৯১১
পবিত্রতা অর্জন
(৬) পরিচ্ছেদঃ গোসলের সময় পর্দাবলম্বন করা প্রসঙ্গে
(৪৩৯) ইবন্ আব্বাস (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) আলী (রা)-কে নির্দেশ করলেন, ফলে তিনি তাঁর জন্য গোসলের পানি দিলেন, তারপর তাঁকে কাপড়-চোপড় দিলেন। তখন তিনি (মহানবী সা) বললেন, আমাকে আড়াল করো এবং আমার দিকে তোমার পিঠ দিয়ে থাক।
كتاب الطهارة
(6) باب فى الاستتار عند الغسل
(439) عن ابن عبَّاس رضى الله عنهما عن النَّبيِّ صلى الله عليه وسلم أنَّه أمر عليًّا فوضع
له غسلًا ثم أعطاه ثوبًا فقال استرنى وولِّنى ظهرك

হাদীসের তাখরীজ (সূত্র):

(تخريجه) قال الهيثمي رواه أحمد والطبراني في الكبير ورجاله رجال الصحيح أهـ

[হাইসুমী বলেন, হাদীসটি আহমদ ও তাবারানী আল কাবীরে বর্ণনা করেছেন। তার বর্ণনাকারীগণ সহীহ্ গ্রন্থের বর্ণনাকারী ।]
tahqiqতাহকীক:তাহকীক চলমান