মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৪৩৮
আন্তর্জাতিক নং: ৬৩২
পবিত্রতা অর্জন
(৫) পরিচ্ছেদঃ জানাবতাবস্থায় আল-কুরআন তিলাওয়াত করা যাবে না একথা যারা বলেন তাঁদের দলিল
(৪৩৮) আলী (রা) থেকে বর্ণিত, তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেন, নবী (সাঃ) বলেছেন, যে বাড়িতে জানাবত অবস্থার মানুষ কিংবা ছবি অথবা কুকুর আছে সেখানে (রহমতের) ফিরিশতা প্রবেশ করেন না।
كتاب الطهارة
(5) باب حجة من قال الجنب لا يقرأ القرآن
(438) عن علىّ رضى الله عنه عن النَّبيِّ صلى الله عليه وسلم قال لا تدخل الملائكة
بيتًا فيه جنب ولا صورة ولا كلب

হাদীসের তাখরীজ (সূত্র):

[আবূ দাউদ ও নাসায়ী কর্তৃক বর্ণিত। নববী বলেন, এর সনদ নির্ভরযোগ্য।]

(تخريجه) رواه أبو داود والنسائي وقال بإسناد جيد قاله النووي
tahqiqতাহকীক:তাহকীক চলমান