আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৯- আযান-ইকামতের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৮১
৪৩৮। বিজ্ঞ ও মর্যাদাশীল ব্যক্তিই ইমামতির অধিক হকদার।
৬৪৭। আবু মা’মার (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, (রোগশয্যায় থাকার কারণে) তিন দিন পর্যন্ত নবী (ﷺ) বাইরে আসেন নি। এ সময় একবার নামাযের ইকামত দেওয়া হল। আবু বকর (রাযিঃ) ইমামতি করার জন্য অগ্রসর হচ্ছিলেন। এমন সময় নবী (ﷺ) তাঁর ঘরের পর্দা ধরে উঠালেন। নবী (ﷺ) এর চেহারা যখন আমাদের সম্মুখে প্রকাশ পেল, তখন নবী (ﷺ) হাতের ইশারায় আবু বকর (রাযিঃ) কে (ইমামতির জন্য) এগিয়ে যেতে বললেন এবং পর্দা ফেলে দিলেন। তারপর মৃত্যুর পূর্বে তাঁকে আর দেখার সৌভাগ্য হয়নি।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন