আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৭৩- রক্তপণ সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৬৪৪২
আন্তর্জাতিক নং: ৬৯১০
২৮৯১. মহিলার ভ্রুণ, এবং দিয়াত পিতা ও পিতার নিকটাত্মীয়ের উপর বর্তায়, সন্তানের উপর নয়।
৬৪৪২। আহমাদ ইবনে সালিহ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, হুযায়ল গোত্রের দু’জন মহিলা ঝগড়াকালে একে অপরের প্রতি পাথর নিক্ষেপ করে এবং একজন অপরজনের গর্ভস্থিত সন্তানকে হত্যা করে ফেলল। এরপর তারা নবী (ﷺ) এর কাছে বিচার নিয়ে এল। তিনি ফায়সালা দিলেন যে, ভ্রুণের দিয়াত হল একটি গোলাম অথবা বাদী। আর এ ফায়সালাও দিলেন যে, নিহতের দিয়াত হত্যাকারিণীর আসাবার উপর আসবে।
بَابُ جَنِينِ المَرْأَةِ، وَأَنَّ العَقْلَ عَلَى الوَالِدِ وَعَصَبَةِ الوَالِدِ، لاَ عَلَى الوَلَدِ
6910 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ [ص:12]، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ المُسَيِّبِ، وَأَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ: أَنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: اقْتَتَلَتِ امْرَأَتَانِ مِنْ هُذَيْلٍ، فَرَمَتْ إِحْدَاهُمَا الأُخْرَى بِحَجَرٍ فَقَتَلَتْهَا وَمَا فِي بَطْنِهَا، فَاخْتَصَمُوا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «فَقَضَى أَنَّ دِيَةَ جَنِينِهَا غُرَّةٌ، عَبْدٌ أَوْ وَلِيدَةٌ، وَقَضَى أَنَّ دِيَةَ المَرْأَةِ عَلَى عَاقِلَتِهَا»
