মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৭০
নামাযের অধ্যায়
(১২) ফজর ও ইশার নামাযের ফযীলত প্রসঙ্গে
(১৭০) আবূ উমাইর ইবন্ আনাস থেকে বর্ণিত, তিনি তাঁর কতিপয় চাচা থেকে -যাঁরা ছিলেন রাসূলের সাহাবী- বর্ণনা করেন। তাঁরা নবী (ﷺ) থেকে বর্ণনা করেন যে, নবী (ﷺ) বলেছেন, এতদুভয় নামাযে অর্থাৎ ফজর ও ইশার নামাযে মুনাফিকরা উপস্থিত হয় না। আবু বিশর (এক রাবী) বলেন অর্থাৎ তারা এতদুভয় নামাযে নিয়মিতভাবে উপস্থিত হয় না।
(আহমদ ইবন্ আব্দুর রহমান বলেন, এ হাদীসটি আমি অন্যত্র পাই নি। মুহাদ্দিসদের বক্তব্য হতে হাদীসটি গ্রহণযোগ্য বলে প্রতীয়মান হয়।)
(আহমদ ইবন্ আব্দুর রহমান বলেন, এ হাদীসটি আমি অন্যত্র পাই নি। মুহাদ্দিসদের বক্তব্য হতে হাদীসটি গ্রহণযোগ্য বলে প্রতীয়মান হয়।)
كتاب الصلاة
(12) باب في فضل صلاة الصبح والعشاء
(170) حدثنا عبد الله حدثني أبى ثنا محمد بن جعفر ثنا شعبة عن أبي بشر عن أبي عمير بن أنس عن عمومةٍ له من أصحاب النبي صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم أنه قال لا يشهدهما منافق، يعنى صلاة الصبح والعشاء قال أبو بشر
الصفحة ممسوحة غير واضحة
الصفحة ممسوحة غير واضحة