আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৭৩- রক্তপণ সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৬৪২৬
আন্তর্জাতিক নং: ৬৮৯৩
২৮৮৩. কাউকে দাঁত দিয়ে কামড় দেয়ার ফলে তার দাঁত উপড়ে গেলে।
৬৪২৬। আবু আসিম (রাহঃ) ......... ইয়ালা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি কোন একটি যুদ্ধে বেরিয়েছিলাম। তখন এক ব্যক্তি দাঁত দিয়ে কামড়ে ধরে; ফলে তার দাঁত উপড়ে যায়। তখন নবী (ﷺ) (দাঁতের) দিয়াত বাতিল করে দিলেন।
بَابُ إِذَا عَضَّ رَجُلًا فَوَقَعَتْ ثَنَايَاهُ
6893 - حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ صَفْوَانَ بْنِ يَعْلَى، عَنْ أَبِيهِ، قَالَ: «خَرَجْتُ فِي غَزْوَةٍ، فَعَضَّ رَجُلٌ فَانْتَزَعَ ثَنِيَّتَهُ، فَأَبْطَلَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


বর্ণনাকারী: