মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৩৬
নামাযের অধ্যায়
(৭) পরিচ্ছেদঃ মাগরিবের নামাযের সময় এবং মাগরিবের নামায যে দিনের বিতর তার বিবরণ
(১৩৬) সালমা ইবন্ আকওয়াহা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) সূর্যের কিনারা দিগন্তের অন্তরালে যাওয়ার সময় (সূর্যাস্তের সাথে সাথে) মাগরিবের নামায পড়তেন।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী ও ইবন মাজাহ।)
(বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী ও ইবন মাজাহ।)
كتاب الصلاة
(7) باب وقت المغرب وأنها وتر صلاة النهار
(136) عن سلمة بن الأكوع رضى الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يصلِّي المغرب ساعة تغرب الشَّمس إذا غاب حاجبها.