মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১২৩
নামাযের অধ্যায়
(৫) পরিচ্ছেদ: আসর নামাযের মর্যাদা ও আসরই যে মধ্যবর্তী নামায তার বর্ণনা
(১২৩) আবূ হুরায়রা (রা) রাসূল (ﷺ) থেকে বর্ণনা করেন, রাসূল (ﷺ) বলেন, ফজর ও আসরের নামাযের সময় দিন ও রাতের ফেরেশতারা একত্রিত হয়। তিনি বলেন, ফজরের নামাযের সময় তারা একত্রিত হয় অতঃপর রাত্রের ফেরেশ্তারা চলে যায় এবং দিনের ফেরেশতারা স্থলাভিষিক্ত হয়। তিনি বলেন, এরপর আসরের সময় তারা একত্রিত হয় এবং দিনের ফেরেশতারা চলে যায় এবং রাতের ফেরেশতারা তাঁদের স্থলাভিষিক্ত হয়। তিনি বলেন, তাঁদের রব তখন তাঁদেরকে জিজ্ঞাসা করেন, আমার বান্দাহদের কি অবস্থায় ছেড়ে আসলে? ফেরেশতারা তখন বলেন আমাদের যাওয়া এবং আসা উভয় অবস্থায় তারা নামায আদায় করতো।
সুলাইমান (অর্থাৎ আ'মাশ বর্ণনাকারীদের একজন) বলেন, আমার জানা মতে তিনি (অর্থাৎ আবূ হুরায়রা (রা)) বলেন যে, (ফেরেশতারা তখন আরো বলে হে আল্লাহ) কিয়ামতের দিন তাদেরকে ক্ষমা করে দিয়েন।
(বুখারী, মুসলিম, নাসাঈ।)
সুলাইমান (অর্থাৎ আ'মাশ বর্ণনাকারীদের একজন) বলেন, আমার জানা মতে তিনি (অর্থাৎ আবূ হুরায়রা (রা)) বলেন যে, (ফেরেশতারা তখন আরো বলে হে আল্লাহ) কিয়ামতের দিন তাদেরকে ক্ষমা করে দিয়েন।
(বুখারী, মুসলিম, নাসাঈ।)
كتاب الصلاة
(5) باب فضل صلاة العصر وبيان أنها الوسطى
(123) عن أبى هريرة رضى الله عنه عن النبى صلى الله عليه وسلم قال تجتمع ملائكة الليل والنهار فى صلاة الفجر وصلاة العصر، قال فيجتمعون فى صلاة الفجر، قال فتصعد ملائكة الليل وتثبت ملائكة النهار، قال ويجتمعون فى صلاة العصر، قال فيصعد ملائكة النهار وتثبت ملائكة الليل، قال فيسألهم ربهم كيف تركتم عبادى؟ قال فيقولون أتيناهم وهم يصلون وتركناهم وهم يصلون، قال سليمان "يعنى الأعمش أحد الرواة" ولا أعلمه إلا قد قال فيه فاغفر لهم يوم الدِّين