মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১২০
নামাযের অধ্যায়
(৪) পরিচ্ছেদঃ আসরের নামাযের সময় এবং এতদসংক্রান্ত বিষয়ে
(১২০) আবূ মালীহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা বুরাইদার (রা) (অর্থাৎ আসলামী) সাথে মেঘাচ্ছন্ন দিনে এক যুদ্ধে ছিলাম। তিনি বললেন, তোমরা আগে আগে নামায আদায় কর। কেননা, রাসূল (ﷺ) বলেন, যে ব্যক্তি আসরের নামায ত্যাগ করলো তার আমল ধ্বংস হয়ে গেল।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ ও ইবন্ মাজাহ।)
كتاب الصلاة
(4) باب وقت العصر وما جاء فيها
(120) عن أبى مليح قال كنا مع بريدة (يعنى الأسلمىَّ) فى غزاةٍ في
يومٍ ذي غيمٍ فقال بكروا بالصلاة فإن رسول الله صلى الله عليه وسلم قال من ترك صلاة العصر حبط عمله
tahqiqতাহকীক:তাহকীক চলমান