মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১০
নামাযের অধ্যায়
(৩) পরিচ্ছেদঃ গরমকালে জোহরের নামায বিলম্বে আদায় করার অনুমতির বিষয়
(১১০) আবু হুরায়রা (রা) রাসূল (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ ও ইবন্ মাজাহ্।)
(বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ ও ইবন্ মাজাহ্।)
كتاب الصلاة
(3) باب الرخصة في تأخير الظهر والايراد بها فى زمن الحر
(110) عن أبى هريرة رضى الله عنه عن النبَّيِّ صلَّى الله عليه وآله وسلَّم مثله