মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৫
নামাযের অধ্যায়
(২) পরিচ্ছেদঃ জোহরের নামাযের সময় এবং তা অবিলম্বে আদায়ের প্রসঙ্গে
(১০৫) উম্মু সালামাহ্ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) তোমাদের চেয়ে আগেই যোহরের নামায আদায় করতেন এবং তোমরা তাঁর চেয়ে আসরের নামায আগে আদায় কর।
(ইবন্ মাজাহ্ হাদীসটির সনদ বিশুদ্ধ।)
كتاب الصلاة
(2) باب في وقت الظهر وتعجيلها
(105) عن أمِّ سلمة رضى الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم أشدَّ تعجيلًا للظُّهر منكم (وأنتم أشدُّ تعجيلا للعصر منه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১০৫ | মুসলিম বাংলা