মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৩
নামাযের অধ্যায়
(২) পরিচ্ছেদঃ জোহরের নামাযের সময় এবং তা অবিলম্বে আদায়ের প্রসঙ্গে
(১০৩) খাব্বাব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল (ﷺ)-এর নিকট গরমের অভিযোগ করলাম কিন্তু তিনি আমাদের অভিযোগ শুনলেন না, শু'বা (রা) বলেন, উক্ত অভিযোগ যোহরের নামাযের বিষয়ে ছিল।
(মুসলিম, বায়হাকী ও অন্যান্য।)
(মুসলিম, বায়হাকী ও অন্যান্য।)
كتاب الصلاة
(2) باب في وقت الظهر وتعجيلها
(103) عن خبَّاب (بن الأرتِّ رضى الله عنه) قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم شدّة الرَّمضاء فلم يشكنا، قال شعبة يعنى في الظهر