মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

২. ঈমান ও ইসলামের বর্ণনা

হাদীস নং: ১০২
আন্তর্জাতিক নং: ৩৭৮৪
ঈমান ও ইসলামের বর্ণনা
(১২) পরিচ্ছেদঃ যে সময় ঈমান দুর্বল হয়ে পড়বে
(১০২) ইবন্ মাস'উদ (রা) থেকে বর্ণিত, তিনি রাসূল (ﷺ) থেকে পূর্ববর্তী হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন, তবে তাঁর বর্ণনায়— (إن الدين) -এর পরিবর্তে (إن الإسلام) শব্দটি এসেছে এবং للغرباء-এরপর অতিরিক্ত যুক্ত হয়েছে- "قيل: ومن الغرباء؟ قال: " النزاع من القبائل" (অর্থাৎ জিজ্ঞেস করা হলো, গরীব কারা? তিনি বললেন, স্বীয় গোত্র থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যারা তারা। (মুসলিম)
كتاب الإيمان والإسلام
(12) باب في الوقت الذي يضمحل فيه الإيمان
(102) وعن ابن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم (بلفظ) إن الإسلام فذكر مثله وزاد قيل ومن الغرباء قال النزاع 2 من القبائل
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১০২ | মুসলিম বাংলা