মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৯৯
পবিত্রতা অর্জন
(২) পরিচ্ছেদঃ যে সকল স্থানে মূত্রত্যাগ করতে নিষেধ করা হয়েছে
(৯৯) কাতাদাহ আবদুল্লাহ ইবন্ সারজিস (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা কখনো গর্তের মধ্যে পেশাব করবে না। আর যখন তোমরা ঘুমাবে তখন বাতি নিভিয়ে দেবে; কারণ ইঁদুর বাতির সলতে নিয়ে ঘরের বাসিন্দাদের পুড়িয়ে দেয়। তোমরা রাত্রে পানির মশকগুলো (চামড়ার পানিপাত্র) মুখ বেঁধে রাখবে, পানীয় ঢেকে রাখবে এবং দরজা বন্ধ করে রাখবে। হাদীসের বর্ণনাকারী কাতাদাহকে প্রশ্ন করা হয়ঃ গর্তের মধ্যে পেশাব করতে অপছন্দ করা হয় কেন? তিনি বলেনঃ বলা হয়, এগুলো জিনদের আবাসস্থল।
(নাসাঈ, আবু দাউদ, মুসতাদরাক হাকিম, বাইহাকী। ইবন খুযাইমা ও ইবনুস্ সাকান হাদীসটিকে সহীহ বলেছেন।)
كتاب الطهارة
(2) باب فيما جاء فى المواضع التى نهى عن البول فيها
(99) حدثنا عبد الله حدثنى أبى ثنا معاذ بن هشام حدثنى أبى عن قتادة عن عبجد الله بن سرجس (2) رضى الله عنه أن النبى صلى الله عليه وسلم قال لا يبولن أحدكم فى الجحر (3) وإذا نتمتم فأطفئوا السراج فإن الفأرة تاخذ الفتيلة فتحرق أهل البيت'وأوكئوا (4) الأسقية وخمروا (5) الشراب وغلقوا الأبواب بالليل'قالوا لقتادة ما يكره (6) من البول فى الجحرقال يقال إنها مساكن الجن

হাদীসের ব্যাখ্যা:

বনজঙ্গলে ও ঘরে সাধারণ হিংস্র প্রাণী গর্ত করে থাকে। সুতরাং যদি কোন আনাড়ী লোক কিংবা অবোধ শিশু গর্তে পেশাব করে, তবে একদিকে উক্ত গর্তে বসবাসকারী প্রাণীকে অযথা কষ্ট দেওয়া হয়, অন্যদিকে গর্তে বসবাসরত সাপ-বিচ্ছু জাতীয় বিষাক্ত প্রাণী বেরিয়ে এসে দংশনও করতে পারে। এ ধরনের অসংখ্য ঘটনা ঘটে থাকে। বলাবাহুল্য, রাসূলুল্লাহ ﷺ জ্ঞান দানের ক্ষেত্রে তাঁর উম্মাতের জন্য একজন আদর্শ মহান শিক্ষক। তাই তিনি গর্তে পেশাব করে বিপদ আনার ব্যাপারেও সতর্ক করে দিয়েছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান