মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৯৬
পবিত্রতা অর্জন
(১) পরিচ্ছেদ: মলমূত্র ত্যাগের জন্য নরম স্থানে গমন ও যে সকল স্থানে মলমূত্র ত্যাগ বৈধ নয়
(৯৬) আবু মুসা আশ'আরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, (একদা) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পথ চলছিলেন। এমতাবস্থায় তিনি পথ থেকে সরে একটি বাগানের প্রাচীরের পাশে নরম বালুকাময় স্থানে গমন করেন এবং পেশাব করেন। এরপর তিনি বলেন, বনু ইসরাঈলরা (বা ইহুদীগণ) তাদের কারো (দেহে বা পোশাকে) পেশাব লাগলে তা ঠিকমত দেখে কাঁচি দিয়ে কর্তন করত। তিনি আরো বলেন, তোমাদের কেউ মূত্রত্যাগ করতে চাইলে সে যেন মূত্রত্যাগের জন্য নরম স্থানে গমন করে। (আবু দাউদ, সনদ দুর্বল।)
كتاب الطهارة
(1) باب في ارتياد المكان الرخو وما لا يجوز التخلي فيه
(96) عن أبي موسى الأشعري رضى الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان
يمشي فبال فى دمث (1) فى جنب حائط قبال مم قال كان بنو إسرائيل إذا بال أحدهم فأصابه شئ من بوله تتبعه فقرضه بالمقاريض (2) وقال إذا أراد أحدكم أن يبول فليرتد (3) لبوله

হাদীসের ব্যাখ্যা:

পেশাব পায়খানার কাজ সম্পাদনের জন্য এমন জায়গা খুঁজে নেয়া উচিত যেখানে পর্দা রক্ষিত হয়, যেখানে পেশাবের ছিটা গায়ে না পড়ে এবং দিক সনাক্ত করার ক্ষেত্রে বিভ্রাট না ঘটে।
আল্লাহর অগণিত রহমত ঐ মহান নবীর উপর বর্ষিত হোক যিনি তাঁর উম্মাতকে পেশাব পায়খানার শিষ্টাচারও শিক্ষা দিয়েছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৯৬ | মুসলিম বাংলা