আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৯- আযান-ইকামতের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৭৫
৪৩৫। খাবার হাতে থাকা অবস্থায় ইমামকে নামাযের দিকে আহবান করলে।
৬৪১। আব্দুল আযীয ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... আমর ইবনে উমাইয়্যা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি দেখলাম রাসূলুল্লাহ (ﷺ) (বকরির) সামনের রানের গোশত কেটে খাচ্ছেন, এমন সময় তাঁকে নামাযের জন্য ডাকা হল। তিনি তখনই ছুরি রেখে দিয়ে উঠে গেলেন ও নামায আদায় করলেন, কিন্তু এজন্য নতুন উযু করেন নি।


বর্ণনাকারী: