মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৯
নামাযের অধ্যায়
(১) পরিচ্ছেদঃ নামাযের সকল ওয়াক্ত প্রসঙ্গে
(৮৯) আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনিও নবী (ﷺ) থেকে এ অর্থে একটি হাদীস বর্ণনা করেছেন। সে হাদীসে আরও আছে। আর সকালের নামায পড়লেন যখন সূর্য প্রায় উদয় হতে যাচ্ছিল। অতঃপর বললেন, নামায পড়তে হবে এতদুভয়ের মধ্যে।
(তাহাবী-এর সনদে একজন বিতর্কিত রাবী আছেন। তবে পূর্ববর্তী হাদিসটি এই হাদীসটিকে শক্তিশালী করে)
كتاب الصلاة
(1) باب جامع الأوقات
(89) عن أبي سعيدٍ الخدريِّ رضى الله عنه عن النَّبيِّ صلى الله عليه وسلم بمعناه وفيه وصلَّى الصُّبح حين كادت الشَّمس تطلع، ثمَّ قال الصَّلاة فيما بين هذين الوقتين
tahqiqতাহকীক:তাহকীক চলমান