মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

২. ঈমান ও ইসলামের বর্ণনা

হাদীস নং: ৮৬
আন্তর্জাতিক নং: ৮৭৩১
ঈমান ও ইসলামের বর্ণনা
(১১) পরিচ্ছেদঃ মু'মিনের মর্যাদা, তাঁর গুণাগুণ ও বৈশিষ্ট্য প্রসঙ্গে
(৮৬) আবূ হুরায়রা (রা) থেকে আরও বর্ণিত, রাসূল (ﷺ) বলেছেন, আল্লাহ বলেন, মু'মিন ব্যক্তি আমার নিকট সর্বাবস্থায় ভাল থাকে। আমি তার দুই পার্শ্ব থেকে তার প্রাণ হরণ করি । অথচ সে (ঐ অবস্থাতেও) আমার প্রশংসা করে। [নাসাঈ, হাকিম ও তিরমিযী তাঁর “নাওয়াদিরিল উসূল” গ্রন্থে বর্ণনা করেছেন, হাদীসটি হাসান পর্যায়ের।]
كتاب الإيمان والإسلام
(11) باب في فضل المؤمن وصفته ومثله
(86) وعنه أيضا عن النبي صلى الله عليه وسلم قال قال الله عز وجل المؤمن عندي
بمنزلة كل خير يحمدني وأنا أنزع نفسه من بين جنبيه
tahqiqতাহকীক:তাহকীক চলমান