মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৬
নামাযের অধ্যায়
(১৪) পরিচ্ছেদঃ শিশুদের নামায পড়ার নির্দেশ দান এবং যাদের সম্বন্ধে কলম তুলে নেয়া হয়েছে তাদের বিষয়ে আগত হাদীস প্রসঙ্গে
(৮৬) আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল (ﷺ)-কে বলতে শুনেছি। তিন প্রকারের মানুষ থেকে কলম তুলে নেয়া হয়েছে। (তাদের গুনাহ লিখা হয় না।) শিশুদের উপর থেকে বালেগ না হওয়া পর্যন্ত। আর ঘুমন্ত থেকে, ঘুম হতে না উঠা পর্যন্ত। আর পাগল থেকে, সুস্থ না হওয়া পর্যন্ত।)
(নাসাঈ, দারাকুতনী, ইবন্ খুযাইমা, তিরমিযী, হাকিম কর্তৃক বর্ণিত। হাকিম বলেন, এ.হাদীসটি সহীহ বুখারীর শর্তে উত্তীর্ণ। যাহাবীও তাঁর বক্তব্য সমর্থন করেন।)
كتاب الصلاة
(14) باب أمر الصبيان بالصلاة وما جاء فيمن رفع عنهم القلم
(86) عن علي رضى الله عنه، قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول رفع القلم عن ثلاثة، عن الصَّغير حتَّى يبلغ، وعن النَّائم حتِّى يستيقظ، وعن المصاب حتَّى يكشف عنه
tahqiqতাহকীক:তাহকীক চলমান