মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৯
নামাযের অধ্যায়
(১১) পরিচ্ছেদঃ নামায তরককারীকে যারা কাফির বলেন তাদের দলীল
(৭৯) জাবির ইবন্ আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল (ﷺ)-কে বলতে শুনেছি বান্দা ও কুফরী অথবা শিরকের মধ্যে পার্থক্যকারী জিনিস হলো নামায তরক করা।
(মুসলিম আবূ দাউদ, তিরমিযী ও ইবন মাজাহ কর্তৃক বর্ণিত।)
كتاب الصلاة
(11) باب حجة من كفر تارك الصلاة
(79) عن جابر بن عبد الله رضى الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بين العبد وبين الكفر أو الشِّرك ترك الصَّلاة
tahqiqতাহকীক:তাহকীক চলমান