মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৪. ইলমের অধ্যায়
হাদীস নং: ৭৭
আন্তর্জাতিক নং: ১২৫২৭
ইলমের অধ্যায়
(১৩) পরিচ্ছেদঃ ইলম উঠে যাওয়া বিষয়ে আগত হাদীস প্রসঙ্গে
(৭৭) আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কিয়ামতের আলামতসমূহের মধ্যে অন্যতম আলামত হল, ইলম উঠে যাবে, অজ্ঞতা প্রসার লাভ করবে, মদ পান করা হবে এবং ব্যভিচার ছড়িয়ে পড়বে।
كتاب العلم
(13) باب فيما جاء في رفع العلم
(77) عن أنس ابن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من
-[رفع العلم]-
أشراط الساعة (1) أن يرفع العلم ويثبت الجهل وتشرب الخمر ويظهر الزنا.
-[رفع العلم]-
أشراط الساعة (1) أن يرفع العلم ويثبت الجهل وتشرب الخمر ويظهر الزنا.